রাতে সবজি বাজার:

avatar
" হ্যালো বন্ধুরা "

কেমন আছেন সবাই আশা করি সবাই মহান সৃষ্টিকর্তা দয়ায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। বন্ধুরা আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো, কালকে আমি রাতে সবজি বাজার করেছি।

PhotoGrid_1_20230810201239.jpg
Edited by photogrid

"আপনার সবাই আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার চেষ্টা করবেন"

আমাদের বাসায় প্রতিদিন এর বাজার প্রতিদিন করা হয়,কারন অনেক সবজি বাসা এনে রাখলে নষ্ট হয়ে যায়,তাই আমরা প্রতিদিন একটি করে সবজি বা শাক কিনে আনি বাজার থেকে।কালকের বিকালে আমার মা বলে বাজারে থেকে একটি শাক নিয়ে আয়,তাই আমি শাক আনার জন্য চলে গেলাম কাশিপুর, সেখানে ভেন নিয়ে বসে থেকে সবজি বিক্রি করা হয়, কিন্তু কালকে বিকালে গিয়ে আমি দেখি সেখানে একটি ভেন কিন্তু তাতে কোন ও শাক নেই।তাই আমি আবার বাসার দিকে চলে আসি। আমাদের বাসা থেকে বাজার অনেক দূরে তাই আর আমি যাই না।

IMG_20230809_115234-01.jpeg

বাসায় আসার সময় আমি একটি ছোট ও গাছপালার বাগান দেখতে পাই একটা বাসার সামনে। সেখানে ছিলো মেনদি গাছ,আম গাছ , পেয়ারা গাছ।গাছ গুলো অনেক ভালো ভাবে রোপন করা হয়েছে আর দেখে মনে হয়েছে যে তারা এই গাছ এর যত্ন ও করে,তাই গাছ গুলো এতো সুন্দর হয়েছে।তার পরে আমি বাসায় চলে আসি।এসে মাকে বলি কোন ও শাক নেই,আর ও বলি যে সন্ধ্যা আবার যাবো এখন আমার বাজারে যেতে ইচ্ছা করে না।

IMG_20230809_113830-01.jpeg

তার পরে আমি আবার সন্ধ্যার পরে শাক আনতে যাই।যাওয়ার সময় আমি দেখতে পাই একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান করা হচ্ছে। সেখানে গেট এ অনেক রং এর বাতি দিয়ে সাজানো হয়েছে,আর তাদের বাসাও সাজানো হয়েছে। রাতে দেখে অনেক সুন্দর লাগছিলো তাই আমি আমার ফোন টা বের করে একটি ফটো তুলে নি।আর ফটো তোলার পরে আমি সামনের দিকে যাই।

IMG_20230809_211850-01.jpeg

আমি কাশিপুর এসে দেখি একটি ভেন দাঁড়িয়ে আছে।আর এইবার ভেন এ শাক আছে।আমি তাই মা কে ফোন দিয়ে বলি মা শাক আছে এখন বলো আমি কি শাক আনবো, তারপরে মা বলে কি কি আছে আগে তাই বল,আমি বললাম শাক আছে লাল শাক,আর কুমরা শাক,আর সবজি আছে বেগুন, পেঁপে,করলা,পটল।মা বলে লাল শাক আন ২ মোটা আর করলা আন এক কেজি।তার পরে আমি ২ মোটা শাক নি ৪০ টাকায় আর করলা নি ৬০ টাকায় মোট ১০০ টাকা।এই সব নিয়ে আমি বাসা চলে যাই।

IMG_20230809_211603-01.jpeg

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি সবার এই পোস্ট টি ভালো লাগবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

" আমার পোস্ট টি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ "


0
0
0.000
2 comments